Psalm 144

1সদাপ্রভুর গৌরব হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়; তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন, আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে। 2তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার দুর্গ, আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা; তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন। 3হে সদাপ্রভু, মানুষ এমন কি যে, তার দিকে তুমি খেয়াল কর? মানুষের সন্তানই বা কি যে, তার দিকে তুমি মনোযোগ দাও? 4মানুষ তো নিঃশ্বাস মাত্র; তার দিনগুলো সরে যাওয়া ছায়ার মত। 5হে সদাপ্রভু, তোমার আকাশ নুইয়ে তুমি নেমে এস; তুমি পাহাড়-পর্বত ছোঁও যাতে সেগুলো থেকে ধূমা বের হয়। 6তুমি বিদ্যুৎ পাঠিয়ে শত্রুদের ছড়িয়ে দাও; তোমার তীর ছুঁড়ে তাদের বিশৃঙ্খল করে দাও। 7তুমি উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; তুমি আমাকে রক্ষা কর, বন্যার হাত থেকে, হ্যাঁ, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও। 8তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা শপথ করে। 9হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশে নতুন গান গাইব; দশতারা বাজিয়ে আমি তোমার উদ্দেশে প্রশংসার গান গাইব। 10তুমি তো রাজাদের জয় দান করে থাক; তোমার দাস দায়ূদকে সর্বনাশা তলোয়ারের হাত থেকে রক্ষা করে থাক। 11আমাকে রক্ষা কর, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও; তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা শপথ করে। 12আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে, আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়। 13আমাদের গোলাঘরগুলো যেন সব রকম খাবারে ভরা থাকে; আমাদের ভেড়াগুলো যেন মাঠের মধ্যে হাজারে হাজারে, লাখে লাখে বাচ্চা দেয়। 14আমাদের বলদগুলো যেন ভারী ভারী বোঝা টানতে পারে; আমাদের দেয়ালে যেন ফাটল না ধরে, কেউ যেন বন্দী না হয়, রাস্তায় রাস্তায় যেন দুঃখের কান্নার শব্দ না ওঠে। 15ধন্য সেই জাতি, যার অবস্থা এরকম হয়। ধন্য সেই জাতি, সদাপ্রভু যার ঈশ্বর।


Copyrighted Material
Learn More

will be added

X\