Psalm 3

1হে সদাপ্রভু, দেখ, আমার শত্রুর সংখ্যা কত। দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে। 2অনেকে আমার সম্বন্ধে বলছে, “ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।” [সেলা] 3কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ। তুমিই আমার গৌরব; আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ। 4আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে উত্তর দেন। [সেলা] 5আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম, কারণ সদাপ্রভুই আমাকে ধরে রাখেন। 6আমার বিরুদ্ধে আমার চারপাশে হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে, কিন্তু আমি তাদের ভয় করি না। 7হে সদাপ্রভু, এস; হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর। তুমি আমার শত্রুদের চোয়ালে ঘা মেরে সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ। 8উদ্ধার করা সদাপ্রভুরই কাজ। তোমার নিজের লোকদের উপর তোমার আশীর্বাদ নেমে আসুক। [সেলা]


Copyrighted Material
Learn More

will be added

X\