Psalm 46

1ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। 2যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা] 4একটা নদী আছে যার নানা স্রোতের ধারা ঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে মহান ঈশ্বর থাকেন। 5ঈশ্বর সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে; দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন। 6জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে; তিনি গর্জন করে ওঠেন, পৃথিবী গলে যায়। 7সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সংগে আছেন; যাকোবের ঈশ্বরই আমাদের দুর্গ। [সেলা] 8এস, সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখ- তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন, 9তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাংগেন, তিনি বর্শা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান। 10সদাপ্রভু বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই ঈশ্বর; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পৃথিবী।” 11সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সংগে আছেন; যাকোবের ঈশ্বরই আমাদের দুর্গ। [সেলা]


Copyrighted Material
Learn More

will be added

X\